এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৬৮ জন হাসপাতালে ভর্তি


এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৬৮ জন হাসপাতালে ভর্তি

দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণের ধারা এখনো থামেনি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুজনিত কোনো নতুন মৃত্যু ঘটেনি।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩ জন রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে সারা দেশে ৪৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬০ হাজার ৭৩৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৩৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×