
দেশজুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ৬৭ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ দিতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষক নিবন্ধন সনদধারী আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদরাসায় রয়েছে ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩৩টি শূন্যপদ।
অনলাইনে e-Application ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।
আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। পাশাপাশি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ গণনা হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না।
পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd) থেকে জানা যাবে।