
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে দেশজুড়ে বড় পরিসরে বই বিতরণ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশের স্কুলগুলোতে পাঠানো হয়েছে প্রায় ২৪ কোটি বই।
এনসিটিবির জ্যেষ্ঠ সদস্য (পাঠ্যপুস্তক) রিয়াদ চৌধুরী শ্রেণিভিত্তিক বিতরণের চিত্র তুলে ধরে জানান, ষষ্ঠ শ্রেণির জন্য বরাদ্দ ছিল ৪ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৫০৯টি বই। এর মধ্যে সরবরাহ সম্পন্ন হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৯১০টি, যা শতকরা ৮১ দশমিক ১৮ ভাগ।
সপ্তম শ্রেণিতে মোট বরাদ্দ ৪ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২টি বই। তিনি বলেন, “এর মধ্যে আজকে (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত ডেলিভারি হয়েছে ২ কোটি ৬১ লাখ ৩৮ হাজার ৭৮৫, অর্থাৎ ৬২ দশমিক ৮৬ শতাংশ।”
অষ্টম শ্রেণির ক্ষেত্রে বরাদ্দ ছিল ৮ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮টি বই। রিয়াদ চৌধুরীর ভাষ্য অনুযায়ী, “সরবরাহ করা হয়েছে ২ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৩৯৫টি, অর্থাৎ ৫১ দশমিক ৪২ শতাংশ।”
নবম শ্রেণির বই বিতরণ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, “৯ম-এর বইয়ের বরাদ্দকৃত সংখ্যা হচ্ছে ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ২৮টি। এর মধ্যে সরবারহ হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার ৭৬৪ অর্থাৎ ৮৫ দশমিক ২৮ শতাংশ।”
মোট বইয়ের মধ্যে ব্রেইল পাঠ্যবইয়ের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “এই মোট বইয়ের মধ্যে যেটা বললাম ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪, এর মধ্যে ব্রেইলের পাঠ্য বইয়ের সংখ্যা হচ্ছে ৬ হাজার ২৬টি। ব্রেইল পাঠ্য বইয়ের সরবরাহ হয়ে গেছে ৪ হাজার ৫২০টি অর্থাৎ ৭৬ দশমিক ৪০ শতাংশ।”
রিয়াদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই শতভাগ বই সরবরাহ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ‘২০২৬ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট বইয়ের সংখ্যা হচ্ছে ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি। বৃহস্পতিবার পর্যন্ত সরবরাহ করা হয়েছে ২৪ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ১০টি বই।’ তার হিসাবে এ পর্যন্ত বিতরণ সম্পন্ন হয়েছে ৮২ দশমিক ২৬ শতাংশ বই।
প্রাথমিক স্তরের সাধারণ শিক্ষাধারার বই প্রসঙ্গে তিনি জানান, এ স্তরে মোট বইয়ের সংখ্যা ছিল ৮ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৫৪টি, যা গত ১৫ ডিসেম্বরের মধ্যেই শতভাগ সরবরাহ করা হয়েছে।
এনসিটিবির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক স্তরের মাদ্রাসা শিক্ষাধারার জন্য বরাদ্দ ছিল ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৪৭টি বই। এর মধ্যে বিতরণ করা হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৬৮২টি, যা ৯৫ দশমিক ৮ শতাংশ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বই বিতরণ ইতোমধ্যেই শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বই সংখ্যা হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি এবং এটাও ডিসেম্বর ১৫ তারিখের মধ্যে শতভাগ সরবরাহ করা হয়ে গেছে।”
মাধ্যমিক স্তরে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাধারায় মোট পাঠ্যবইয়ের সংখ্যা ১৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৯২৭টি বলেও জানান এনসিটিবির এই জ্যেষ্ঠ সদস্য।