
জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যা মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অব্যাহতি দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বশির উদ্দিনকে মামলা থেকে অব্যাহতির নির্দেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর এসআই মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধি ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে বশির উদ্দিনকে অব্যাহতির জন্য প্রার্থনা করেন। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন ৩০ বছর বয়সী মো. সোহান শাহ। পরে ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় সোহানের মা সুফিয়া বেগম ১৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে ৪৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তার আগের নাম, ৪৮ নম্বর আসামি হিসেবে, যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ভূইয়ার নাম উল্লেখ আছে। উভয়ের পিতার নাম দেওয়া হয়েছে শেখ আকিজ উদ্দিন ভূইয়া এবং ঠিকানাও একই।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।