
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সরদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মোখলেছুর রহমান সরদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার দুপুরেই তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।