
ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে তারাহুড়ো করে ট্রেন থেকে নামার চেষ্টা করলে চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে এখনো এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় পেছনের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যায়, ফলে বগিগুলো মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আড়িখোলা স্টেশনমাস্টার মো. কাইয়ুম বলেন, “দড়িপাড়া রেল গেটকিপার ফোন করে আমাদের জানায়। পরে ঢাকা থেকে একজন ইঞ্জিনিয়ার এসে পরীক্ষা-নিরীক্ষা করে বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এই কারণে এক ঘণ্টা ওই লাইন দিয়ে রেল চলাচল বিলম্ব হয়।”
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, “বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে।”