
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজমের খালাতো ভাই ঠিকাদার খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য। পেশায় তিনি একজন ঠিকাদার। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের একটি দল খোরশেদ আলমকে আটক করেছে। বর্তমানে তিনি সদর থানার হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।