
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার একজন নেতা ‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষ’ অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন।
গত সোমবার রাতে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু) তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। গত ২৯ জুন উপজেলার ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
'অসহায় মানুষের পাশে থাকার স্বার্থে রাজনীতিতে এসেছি এবং দীর্ঘদিন মতলব দক্ষিণ উপজেলার শাখার এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সক্রিয় ছিলাম। শুরু থেকেই দেখতে পাচ্ছি- সিনিয়রদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে যা ১৮ অক্টোবর-২০২৫ তারিখের মিটিং এ জেলা সমন্বয়কারীর উপস্থিতিতে প্রতিফলনের আরেকটি দৃষ্টান্ত।
এমন নিকৃষ্ট মানের সিনিয়রদের সাথে রাজনীতি করার কোনো ইচ্ছে আমার নেই। ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে আছি। সীমা লঙ্ঘন করলে এর জবাব দিতেই হবে।স্বেচ্ছায় সজ্ঞানে এই কাণ্ডজ্ঞানহীন অপরাজনীতির ঘরোয়া টিমের কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। উন্নত মানসিকতার নতুনত্ব আসলে আবার ফিরে আসবো, ইনশাআল্লাহ। আগামী কমিটিতে নাম লাগবে না, সক্রিয় সদস্য হয়ে থাকবো'।
তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন উত্তম সিদ্ধান্ত। কেউ বলছেন নেতৃত্ব আল্লাহ প্রদত্ত। নেতৃত্ব দানকারীরা সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।আচার আচরণে থাকবে প্রশংসার দাবীদার। অনেকেই বদিউল আলমের এই সিদ্ধান্তকে ‘ন্যায় ও সাহসী প্রতিফলন’ হিসেবে উল্লেখ করছেন।
তার স্ট্যাটাসের মন্তব্যে জাকির হোসেন কামাল নামের একজন লেখেন, "এই স্বার্থপর, আত্মকেন্দ্রিক, দুর্বৃত্তায়নের সোকল্ড রাজনীতিতে সবাইকে মানায় না। বিবেকবান কেউ এই নোংরা পরিবেশে মানিয়ে চলার ক্ষমতা রাখে না।"
মুরাদ হাসান নাফি নামে একজন লেখেন, 'আপনার সিদ্ধান্তে আত্মসম্মান ও নীতির প্রতি শ্রদ্ধা। ন্যায়ের পাশে থাকার এই মানসিকতা ভবিষ্যতে আপনাকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ'।
মুন্না ফরাজি নামে আরেকজন কমেন্টে লেখেন, ‘বর্তমান সময়ের উত্তম সিদ্ধান্ত। ভালো রাজনৈতিক ব্যক্তিরা মাঠ থেকে সরে যাচ্ছে'।
রিয়াজ ইসলাম নামে আরেকজন মন্তব্যে লেখেন, ‘যুগোপযোগী সিদ্ধান্ত'।
আয়নুন্নাহার কাদরি নামের আরেকজন কমেন্টে লিখেন, 'আল্লাহ তোমার মঙ্গলময় জীবন দিবে'।
এনসিপির চাঁদপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মো: ফরহাদ আহমেদ বলেন, বদিউল আলম বাবু পদত্যাগের ঘোষণা ফেসবুকে দিয়েছেন। অফিসিয়াল ভাবে কোনো পদত্যাগপত্র এখনও জমা দেয়নি।
বদিউল আলম বাবু বলেন, রাজনীতির মাঠে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে সবার আগে। হুমকি - ধামকি আর গালাগালি কখনোই রাজনীতির পথকে সুগম করেনা। এনসিপির মতলব দক্ষিণ উপজেলা কমিটির সমন্বয়ক 'কিভাবে সমন্বয় করতে হয়' সেটাই জানেনা,সেই সাথে দূরদর্শিতার অভাব তো রয়েছেই। এমন হ-য-ব-র-ল ও অনিয়মতান্ত্রিক কমিটিতে থেকে কখনোই সাধারণ জনগণের পাশে থেকে আমার লক্ষ্যে আমি পৌছাতে পারবোনা। তাই নিজেকে সরিয়ে নিলাম।
উল্লেখ্য, বদিউল আলম বাবু দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। তিনি ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি পাস করেন। চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০১৩ সালে রসায়নে অনার্স পাস করেন। পরে ২০১৫ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। বর্তমানে তিনি একটি কলেজে শিক্ষকতা পেশায় সম্পৃক্ত রয়েছেন। তিনি 'নিরাপদ সড়ক চাই' সংগঠনের মতলব দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।