
বাংলাদেশে ফেরত না আসা পর্যন্ত ভারত সরকারের মন্তব্যকে খুব বেশি গুরুত্ব দিতে চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত “গণহত্যাকারী ও গণহত্যার নির্দেশদাতা” শেখ হাসিনাকে ভারত হস্তান্তর না করা পর্যন্ত বাংলাদেশ বিষয়ে নয়াদিল্লির যেকোনো বক্তব্য তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না।
বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে আয়োজিত ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “খুনি হাসিনা তার সময়ে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাসহ অসংখ্য অপরাধ করেছে। সে তুলনায় তার বর্তমান শাস্তি খুবই সামান্য। তারপরও বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হয়েছে, এখন আমরা সেই রায় কার্যকরের অপেক্ষায় আছি।”
তিনি আরও জানান, আশা করছেন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ রায় কার্যকর হবে। তাঁর ভাষায়, “একজন স্বৈরাচারের শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে।”
সরকারের সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করে এনসিপির এ নেতা বলেন, জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করায় সরকার তাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার পূরণ করেছে। একই সঙ্গে জুলাই সনদ, গণভোট ও নোট অব ডিসেন্ট—এসব ক্ষেত্রেই দৃশ্যমান অগ্রগতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সারজিস আলম বলেন, এখন তাদের লক্ষ্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রে প্রয়োজনীয় মৌলিক সংস্কার এগিয়ে নেওয়া।