জয় বাংলা স্লোগান ভাইরাল: তিন কিশোর গ্রেপ্তার


জয় বাংলা স্লোগান ভাইরাল: তিন কিশোর গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘জয় বাংলা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের ক্ষোভের জেরে বিক্ষুব্ধ জনতা ওই তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত কিশোররা হলেন— মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) ও মো. জুবায়ের (১৬)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্থানীয় একটি ‘বিএনপি অফিসে’ বসে কয়েকজন কিশোর ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে এলাকাবাসীর বিক্ষোভের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পরে স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগ এনে থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করে, আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় কিছু লোকজন বসে। তাদের মধ্যে কেউ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে তাঁর ছবি টাঙিয়েছেন। এটাকে পুঁজি করে একটি মহল সুযোগ নিয়ে কিশোরদের দিয়ে স্লোগান দেওয়ার ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা পরে তাদের পুলিশে দিয়েছে।”

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার আদালতে সোপর্দের পর তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×