নেত্রকোণায় কৃষককে পিটিয়ে হত্যা
- নেত্রকোণা প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪৬ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

নেত্রকোণার মদন উপজেলার রুদ্রশ্রী গ্রামে পূর্ববিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হারুন চৌধুরীর সঙ্গে পাশের গ্রামের শাহাবুদ্দিনের দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই রাতে কৃষিকাজের জন্য শ্রমিক খুঁজতে রুদ্রশ্রী গ্রামে গেলে শাহাবুদ্দিন ও তার লোকজন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।