পিরোজপুরে প্রেমিকের পর এবার প্রেমিকার আত্মহত্যা


পিরোজপুরে প্রেমিকের পর এবার প্রেমিকার আত্মহত্যা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রেমিকের মৃত্যুর ১১ দিন পর প্রেমিকাও আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নেছারাবাদ থানার ওসি বনি আমিন বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিষ্ণুকাঠি গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আফিফা আক্তার। নিহত আফিফা পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ৭ সেপ্টেম্বর আত্মহত্যা করেন তার প্রেমিক আবু সুফিয়ান সানি, যিনি পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আফিফা পরিবারের সঙ্গে খাবার শেষে বড় বোন মেহেনাজ আঁখি ও মাকে নিয়ে বাড়ির পাশের একটি মুরগির খামারে যান। এ সময় আফিফা ও তার ছোট বোন আফসানা ঘরে ছিলেন। পরে আফসানা তার ভাস্তিকে নিয়ে বাইরে গেলে আফিফা একাই ঘরে ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে আফসানা বোনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘরের মাচার ওপর টিনের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

একই গ্রামের মাসুম আমিনের ছেলে আবু সুফিয়ান সানি ৭ সেপ্টেম্বর নিজ ঘরের দ্বিতীয় তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অনুরোধে এবং জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে সানির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরিবারের দাবি, তিনি অজ্ঞাত কারণে আত্মহত্যা করেছেন। তবে স্থানীয়রা জানায়, সানি ও আফিফার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

ওসি বনি আমিন বলেন, “আফিফার মৃত্যুর ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রেমঘটিত কোনো কারণ রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×