বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বিকেলে এই আদেশ জারি করেন। তিনি জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি বিকেল ৫টায় পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. পারভেজ মল্লিকও ওই এলাকায় গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন। সংঘাত এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা, সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করে।
এ নিয়ে দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহিন বলেন, “দুই পক্ষের আলাদা কর্মসূচির কারণে উত্তেজনা দেখা দেয়। কিছু রাজনৈতিক কর্মী খেয়াঘাট বন্ধ করে বাধা সৃষ্টি করলে আমরা সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয় ও নৌবাহিনীর সহায়তায় ঘাটগুলো চালু করি। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।”
ইউএনও আরিফুল ইসলাম জানান, পথের বাজারসহ আশপাশের একাধিক বাজার ও খেয়াঘাট এলাকায় সংঘাতের আশঙ্কা ছিল। তাই ওইসব এলাকায়ও ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেই ঘটনাস্থলে আছি, পুলিশ ও যৌথ বাহিনীও মোতায়েন রয়েছে।
অভিযোগ করে পারভেজ মল্লিক বলেন, আমি নির্বাচনী প্রচারণায় আসিনি, এসেছিলাম বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে। কিন্তু স্থানীয় আহ্বায়ক মিন্টু মোল্লার লোকজন খেয়াঘাটগুলোতে নৌকা বন্ধ করে দেয় এবং হুমকি দেয়। এটি গণতান্ত্রিক সংস্কৃতির জন্য দুঃখজনক ঘটনা।
তিনি দাবি করেন, মিন্টু মোল্লা কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের ঘনিষ্ঠ। আসন্ন সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে হেলাল ও তিনিই মনোনয়ন প্রত্যাশী। মনোনয়নকে কেন্দ্র করেই এ সংঘাত সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন পারভেজ।
তবে এ বিষয়ে জানতে মিন্টু মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।