শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ


শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় আমদানিনিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি এলাকায় কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির আওতায় এই অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মদের বাজারমূল্য আনুমানিক তিন লাখ ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে মাদক পাচার ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×