কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার


কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে দলটি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বক্তব্যে উল্লেখ করা হয়, সেলিম রেজা চাঁদাবাজি, দখলদারিত্ব, দোকান লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে গত ৬ আগস্ট রাতে সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান শেখসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকার আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×