ভ্যাট ফাঁকি দিয়ে মানিকগঞ্জে অবৈধ সিগারেট বিক্রি, অভিযানে জব্দ


ভ্যাট ফাঁকি দিয়ে মানিকগঞ্জে অবৈধ সিগারেট বিক্রি, অভিযানে জব্দ

মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে জেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার রাতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন।

একটি সাংবাদিক দল ক্রেতা সেজে অনুসন্ধানে নামে। তারা বিক্রেতাদের কাছে সিগারেট কেনার আগ্রহ দেখালে বিক্রেতারা জানায়, শহরে না এসে ঘোষের বাজারে যেতে হবে। পরে সন্ধ্যায় সাংবাদিকরা সেখানে গেলে রাব্বি নামের একজন সিগারেট নিয়ে উপস্থিত হয়। তখন সাংবাদিকরা নিজেদের পরিচয় দিয়ে সিগারেটের বৈধতা জানতে চাইলে সে সময়ক্ষেপণ করতে থাকে। এ সময় বৃষ্টি শুরু হলে মোটরসাইকেল সরানোর অজুহাতে রাব্বি পালিয়ে যায়।

ঘটনার পর সাংবাদিকরা বিষয়টি জেলা প্রশাসককে জানান। তার নির্দেশে জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে সিগারেটগুলো জব্দ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন বলেন, “অভিযানে অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। জব্দ সিগারেটগুলো বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×