আ'লীগের বিচার বিএনপি যতটা চায়, ততটা কেউ চায় না: রুমিন ফারহানা


আ'লীগের বিচার বিএনপি যতটা চায়, ততটা কেউ চায় না: রুমিন ফারহানা

কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের অত্যাচার ও নির্যাতনের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বিএনপি, বিচার চেয়েছে বিএনপি। অন্য কোনো দলের ওপর এত জুলুম-নির্যাতন হয়নি। আমরা চাই, আওয়ামী লীগের জুলুমের সঠিক বিচার হোক।

তিনি আরও বলেন, কোনো কোনো দল এখন বলছে, পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আসলে তারা বুঝেছে, নির্বাচনে দাঁড়ালে ১০ আসনও পাবে না। তাই নির্বাচন ঠেকাতে নানা ছলচাতুরি করছে। বিএনপির দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

আগামী নির্বাচন নিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষ কখনও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রত্যাখ্যান করেনি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে। আমাদের কাজ হলো এমনভাবে সংগঠিত হওয়া, যাতে ধানের শীষের জয় কেউ ঠেকাতে না পারে।

মামলা-হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত গত ১৭ বছরে শত শত মিথ্যা মামলার শিকার হয়েছি। আদালতের বারান্দায় আমাদের জীবন কেটেছে। কেউ ব্যবসা করতে পারেনি, চাকরি পায়নি। আমার বিরুদ্ধেও খুনসহ ১০টি মামলা আছে। তবু আমরা আদর্শ থেকে সরে যাইনি, সরকারের সঙ্গে আপস করিনি।

সমাবেশে শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াযুল ইসলামের সভাপতিত্বে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×