আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে: শিল্প উপদেষ্টা


আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে: শিল্প উপদেষ্টা

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকায় আনন্দ শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ৫,৫০০ ডেড ওয়েট টনের একটি জাহাজ তুরস্কের একটি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।

আদিলুর রহমান খান বলেন, “নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করবো।”

তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। গণ-অভ্যুত্থানের পর একটা সরকারের জনগণের প্রত্যাশার যে কাজগুলো করা দরকার তার অনেকখানি আমরা পূরণ করতে পেরেছি।”

উল্লেখ্য, হস্তান্তরকৃত ওয়েস ওয়্যার নামের জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা ২৫ ফুট। ২,৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিনবিশিষ্ট এ জাহাজ ১২ নট গতিতে ৫,৫০০ টন কার্গো পরিবহন করতে সক্ষম। এটি স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য ও বিভিন্ন বিপজ্জনক মালামাল পরিবহনে সক্ষম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান, তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×