শেরপুরে ভারতীয় মদসহ তিন যুবক আটক


শেরপুরে ভারতীয় মদসহ তিন যুবক আটক

শেরপুরে পৃথক অভিযানে ৬৪ বোতল ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। বুধবার রাত ও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাকিয়া এবং নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সিএনজি থেকে নামার চেষ্টা করলে সাগর কুমার দে (২২) ও দুর্জয় সাহাকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ব্যাগে মোট ২৫ বোতল ভারতীয় মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. হাসান মিয়া (২২) কে আটক করা হয়। তার কাছ থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×