সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২৩ পিএম, ২৯ আগস্ট ২০২৫

সাতক্ষীরা সীমান্ত দিয়ে আটক ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরপর রাতেই বিজিবি আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।
বিজিবির সূত্রে জানা গেছে, হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, তিনজন পুরুষ ও সাতজন শিশু রয়েছেন। সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।
বিজিবির দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ ওই ১৫ জনকে আটক করে।
পরে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে।
এরপর বিজিবির টহলদল তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কাশেম থানায় একটি জিডি করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, শুক্রবার সকালে পরিচয় যাচাইয়ের পর ১৫ জনকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।