সাভারে ছাত্রলীগ নেতা গ্রেফতার


সাভারে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাভারে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা জীবন রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাভার পৌর এলাকার বাজার রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাভার উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

গ্রেফতার জীবন রহমান সাভার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

সাভার মডেল থানার এএসআই আব্দুস সাত্তার বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে একাধিক মামলা ও ওয়ারেন্টের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×