কনস্টেবলকে চড় থাপ্পড়ের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার নামে মামলা


কনস্টেবলকে চড় থাপ্পড়ের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার নামে মামলা

সড়কে দাঁড়িয়ে থাকা রিকশাকে সরে যেতে বলায় এক পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার ঘটনায় নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপনের নামে মামলা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় এ ঘটনার পর রাতেই সদর মডেল থানায় রিপনের নামে মামলা করেন সদর ট্রাফিক বিভাগের ভুক্তভুগী কনস্টেবল আমিনুল ইসলাম। মামলায় অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) সকাল থেকেই শহরের মুক্তির মোড় এলাকায় ট্রাফিকের ডিউটিতে ছিলেন কনস্টেবল আমিনুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক হয়ে একটি মিছিল যাচ্ছিল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ওই মুহূর্তে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে সেখানে নামেন মামুনুর রহমান রিপন। এতে যানজট সৃষ্টি হলে রিকশাটিকে সেখান থেকে সড়ে দাঁড়ানোর কথা বলেন কনস্টেবল আমিনুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করার পাশাপাশি ওই কনস্টেবলকে চড়-থাপ্পড় দিয়ে লাঞ্ছিত করেন মামুনুর রহমান রিপনসহ তার সঙ্গে থাকা ৭-৮ যুবক। পাশাপাশি আওয়ামী দোসর ট্যাগ দিয়ে কনস্টেবল আমিনুল ইসলামকে নওগাঁ ছাড়া করার হুমকি দেন।

ভুক্তভোগী কনস্টেবল আমিনুল ইসলাম বলেন, রিকশাকে সরে যেতে বলায় মামুনুর রহমান রিপন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমার দুই গালে কয়েকবার চড়-থাপ্পড় দিয়ে বাড়ি কোথায় জানতে চান। ঘটনার ভিডিও মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত করেছি।

অভিযোগের বিষয়ে জানতে মামুনুর রহমান রিপনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন রঞ্জন সরকার বলেন, ঘটনার পর থেকেই বিএনপি নেতা মামুনুর রহমান রিপন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মামুনুর রহমান রিপন। তার এমন কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কেন্দ্রীয় নেতারা বিষয়টি অবগত হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×