বান্দরবানে গভীর রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর


বান্দরবানে গভীর রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর

বান্দরবান পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আর্মি পাড়ার শহীদ জিয়া স্মৃতি সংসদের  অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ জুলাই) গভীর রাতে ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এ ভাঙচুর চালান তারা।

সরেজমিনে দেখা গেছে, শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিসের দরজা ভেঙে ভেতরে গি‌য়ে টেবিল চেয়ার ভাঙচুর করা হয়ে‌ছে। এ সময় অফিসের টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র, জানালার গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করে মেঝেতে ফেলে রেখেছে।

এলাকার কয়েকজন জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি আবারও দখল করার জন্যই এই ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন।

এ বিষ‌য়ে জেলা বিএন‌পির সদস্য সা‌বিকুর রহমান জুয়েল বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। নির্বাচনের খবরে তারা আবারও মাথাচাড়া দি‌য়ে উঠছে।

বিএনপি নেতা কর্মীরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা, কয়েকজন আওয়ামী ব্যবসায়ী সংগঠিত হওয়ার গুঞ্জন চলছিল। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করে বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তদন্ত চলছে। দুর্বৃত্তরা পার পাবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×