স্বামীর অবহেলায় বিষপান করে গৃহবধূর আত্মহত্যা


স্বামীর অবহেলায় বিষপান করে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীর অবহেলা ও সেবাযত্নের অভাবে মানসিকভাবে ভেঙে পড়ে বিষপানে আত্মহত্যা করেছেন ফাতেমা আক্তার (২২) নামে এক গৃহবধূ।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা স্থানীয় মৃত আব্দুস ছাত্তার মিয়া ও কবিরন বেওয়ার পালিত মেয়ে। প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয় জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে সুজন মিয়ার (২৭) সঙ্গে।

স্বজনদের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামীর অবহেলার শিকার হয়ে মানসিক চাপে ছিলেন ফাতেমা। এই নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। ফলে বেশিরভাগ সময়ই তিনি মায়ের বাড়িতে থাকতেন। অবশেষে দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার একপর্যায়ে সোমবার সকালে পরিবারের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন তিনি।

পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মাহাবুল আলম হিটলু বলেন, ফাতেমা বিয়ের পর থেকেই পারিবারিক অবহেলায় মানসিক কষ্টে ছিলেন। অবশেষে বিষপানে তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×