নড়াইলে কলেজছাত্রের বিছানার নিচে মিলল স্নাইপার


নড়াইলে কলেজছাত্রের বিছানার নিচে মিলল স্নাইপার

নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্যা নামে এক কলেজছাত্রের বাড়িতে অভিযান চালিয়ে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথবাহিনী।

রোববার (৮ জুন) মধ্যরাত থেকে সোমবার (৯ জুন) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে রাইফেলটি উদ্ধার করা হয়।

অভিযুক্ত কলেজছাত্র সোহান মোল্যা (২৬) পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে সে এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিল। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা অস্ত্রটি কালিয়া থানায় হস্তান্তার করেছে সেনাবাহিনী। এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×