সাভারে মধ্যরাতে বের হয়ে হওয়া সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা


সাভারে মধ্যরাতে বের হয়ে হওয়া সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

সাভারে দুর্জয় শেখ নামে এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে সাভারের কোটবাড়ি মহল্লা থেকে ওই সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরতে এবং হত্যার কারন অনুসন্ধানে কাজ করছেন তারা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, সাভারের কোটবাড়ির বাসিন্দা দুর্জয় শেখ রাজধানীর কারওয়ান বাজারে সবজির ব্যবসা করতেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে তিনি কারওয়ান বাজার থেকে সাভারের বাসায় ফেরেন। এরপর খাবার খেয়ে রাত ১টার দিকে বাসা থেকে সিগারেট কেনার কথা বলে বের হন। পরে রাতে আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয়রা বাসা থেকে বেশ কিছু দূরে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনেরা গিয়ে পরিচয় শনাক্ত করে এবং পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের শেখ জানান, এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া হত্যায় জড়িতদের আটক এবং হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×