নড়াইলে আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩


নড়াইলে আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

নড়াইলে বৈষম্যবিরোধীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ ৩ জনকে গ্রপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নড়াইল সদর উপজেলা কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ কুমার বিশ্বাস রয়েছে।

অন্যরা হলেন বিল ডুমুরতলা গ্রামের শরিফুল ইসলাম (৪৩) ও মির্জাপুর গ্রামের সৈয়দ রিয়াজ আলী(৪৫) শনিবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাজদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিষ কুমার বিশ্বাসকে লোহাগড়ায় দায়ের কৃত মামলায় এবং সদর থানার অন্য মামলায় আরও ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×