বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে


MARCH NAEEM 2ND/docsal.jpg

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার মিরপুরের সেনপাড়ার পর্বতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল করিম জানান।

লক্ষ্মীপদ দাশ (৫৪) বান্দরবান পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রাজারমাঠ এলাকার বাসিন্দা।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর আক্রমণ, মারধর, হত্যাচেষ্টাসহ হাতবোমা বিস্ফোরণের মাধ্যমে নাশকতার সৃষ্টির অভিযোগে লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় পাঁচটি মামলা আছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×