ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন বেরোবি উপাচার্য


ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন বেরোবি উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই নিশ্চিত করেন উপাচার্য।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩)-এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে চলতি বছরের ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. শওকাত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক। তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×