
মহান বিজয় দিবসের উৎসব ও দেশপ্রেমের আবহকে আরও প্রাণবন্ত করতে নানা আয়োজন নিয়ে এসেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। পরিবার-পরিজনের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে বিশেষ আয়োজন ‘ঢাকা রিজেন্সি বিজয় উল্লাস’।
এই উপলক্ষে অতিথিরা গ্রান্ডিওস রেস্টুরেন্টে বিশেষ বুফে ডিনার ‘ডাইন থ্রি এট প্রাইস অফ ওয়ান’ উপভোগ করতে পারবেন মাত্র ৮৩৩৩ টাকায়। এছাড়া থাকছে আকর্ষণীয় রুম প্যাকেজ, বিভিন্ন আউটলেটে বিশেষ মূল্যছাড়, স্পাতে ২৫ শতাংশ ডিসকাউন্ট, পিজ্জা ও বার্গারে বাই ওয়ান গেট ওয়ান অফার, কম্ফি লাউঞ্জে ১৬ শতাংশ ছাড়সহ আরও নানা চমক। সাজসজ্জা, সংগীত ও আতিথেয়তায় পুরো হোটেল প্রস্তুত উৎসবের রঙ ছড়িয়ে দিতে।
হোটেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শিশুদের সৃজনশীলতা উন্মোচনে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’। যেখানে ছোট শিল্পীরা তুলির আঁচড়ে তুলে ধরবে দেশ, মুক্তিযুদ্ধ ও বিজয়ের গল্প। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা।
ঢাকা রিজেন্সি জানায়, এ আয়োজনের মাধ্যমে শুধু বিজয় দিবস উদযাপনই নয়, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতার চর্চা জোরদার করাই তাদের লক্ষ্য।
উৎসবের আনন্দ, শিশুদের রঙিন কল্পনা আর বিজয়ের আবহ মিলিয়ে ‘বিজয় উল্লাস’ এবং ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’ হয়ে উঠবে এক বিশেষ আয়োজন।