
চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যাতে মতপার্থক্যের কারণে বৃথা না হয়, সেই সতর্কতা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো রচিত বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকাটা স্বাভাবিক, কিন্তু সে মতভেদ যেন গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে না দেয়, সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করার ওপরও গুরুত্বারোপ করেন।
ড. মাহবুব উল্লাহর ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, বিএনপির রাষ্ট্রগঠনের রূপরেখা হিসেবে ঘোষণা করা ভিশন ২০৩০ এর মূল বিষয়বস্তু নির্ধারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ফখরুল বলেন, ভিশন ২০৩০ প্রণয়নে মাহবুব উল্লাহর ছিল “অনেক বড় ভূমিকা।”