
দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের প্রত্যাশা তীব্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তাঁর দাবি, জামায়াতসহ আটটি রাজনৈতিক দলকে ক্ষমতার কেন্দ্রে দেখতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ স্পষ্টভাবে বাড়ছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা সাম্প্রতিক বিভিন্ন জরিপ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “জরিপই যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারতো, তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন থাকতো না।”
হামিদুর রহমান আযাদ আরও বলেন, অতীতে বহু জরিপের ফল নির্বাচনের আসল চিত্রের সঙ্গে মিলেনি। জোট সরকারে থাকা সত্ত্বেও তৎকালীন সরকারের কোনো অপরাধের সঙ্গে জামায়াত জড়িত ছিল না বলেও দাবি করেন তিনি।
তার মতে, ক্ষমতায় যাওয়ার আগে যে ধরনের দুর্নীতি ও সন্ত্রাসে বিএনপি জড়িয়েছে, তাতে জনগণ মনে করে না যে ক্ষমতায় গেলে তারা এসব কর্মকাণ্ড বন্ধ করবে। সাক্ষাৎকারে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে গণতান্ত্রিক প্রতিযোগিতায় ফিরতে আহ্বান জানান।