
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার বার্তা পাঠানোকে বিএনপি বিশেষভাবে প্রশংসা করেছে। দলটি মোদির এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যায়িত করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ নেতা ইশতিয়াক আজিজ উলফাত মোদির বার্তাকে ‘খুবই ইতিবাচক’ বলে মূল্যায়ন করেন। তিনি বলেন, “ভারত সরকারের এই পদক্ষেপ সঠিক এবং বিএনপিও তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছে।”
মোদি এক্স (এক্স-হ্যান্ডেল) পোস্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছিলেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা জানাই। ভারত সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত।”
বিএনপি মোদির বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, “চেয়ারপারসনের আরোগ্য কামনায় চিন্তাশীল বার্তা ও শুভেচ্ছা জানানোর জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভেচ্ছা ও সহযোগিতার ইচ্ছাকে আমরা গভীরভাবে মূল্যায়ন করেছি।”
উলফাত খালেদা জিয়াকে ‘একজন মহান নারী’ হিসেবে বর্ণনা করে বলেন, “স্বামীর হত্যার পর সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে উঠে এসে তিনি কেবল বাংলাদেশের মানুষের হৃদয় ও শ্রদ্ধা অর্জন করেননি, আন্তর্জাতিক মঞ্চেও বিশাল ভালোবাসা পেয়েছেন।”
তিনি আরও বলেন, “দুই দেশের জনগণের কল্যাণে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক। ভারত তার পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাইবে এবং বাংলাদেশের স্থলভৌগোলিক অবস্থান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছোট ও নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু সেভেন সিস্টার্স নয়, পুরো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এটি নিশ্চিত করতে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন।”
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উলফাত বলেন, “আগামী ১৬ ডিসেম্বর আমাদের জন্য মহান একটি দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান নিরস্ত্র মানুষের ওপর নির্মম দমন চালায়, যা এক ভয়াবহ রাত ছিল।”
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস