
জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশকে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন। তিনি কমিশনের এই প্রস্তাবনাকে ‘অশ্বডিম্ব’ বা ‘ঘোড়ার ডিম’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, দীর্ঘ আট মাসের আলোচনা শেষে এমন জটিল ও অস্পষ্ট প্রক্রিয়া উদ্বেগের জন্ম দিয়েছে।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা জোরদার করতে এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)। এটি ‘পলিটিকস ল্যাব’ নামের চার পর্বের ধারাবাহিক কর্মশালার সমাপনী আয়োজন ছিল।
গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের হাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয়। এর পরপরই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। দলগুলোর আপত্তি, খসড়া তফসিলের অনুপস্থিতি এবং গণভোটের সময়সূচি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
সাজ্জাদ জহির বলেন, ‘এই সংকটের জন্য ঐকমত্য কমিশনকে দায়ী করা যায়। সমাধান কী হবে? গণভোট কীভাবে হবে? জুলাই সনদ কার্যকর হবে কীভাবে? এ বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। ৮৪টি পয়েন্টের মধ্যে ২০টিতে একমত হয়েছে, বাকিগুলোতে একমত হয়নি। তাহলে কোন বিষয়ে ভোট হবে?’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এরপর সর্বশেষ সংস্কার কমিশন আবার নতুনভাবে ব্যবস্থা করছে। তারা বলছে যে নোট অব ডিসেন্ট থাকবে না, ভিন্নমত থাকবে না। কিন্তু আমার ভিন্নমত আছে, কেন তা থাকবে না?’
গণভোট প্রসঙ্গে সিপিবি সভাপতি উল্লেখ করেন, ‘সংবিধানে গণভোটের কোনো নির্দিষ্ট বিধান নেই। আছে ১৪২ ধারা, যা নির্বাচিত সংসদে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তীব্র মতবৈষম্য থাকলে জনগণকে আহ্বান করার সুযোগ দেয়। তবে এই মুহূর্তে প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয়।’
তিনি জানান, এসব জটিলতা এড়াতে নির্বাচনসংক্রান্ত সংস্কার বিষয়ে গত বছরের অক্টোবর মাসেই তারা প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছিলেন। কিন্তু তার ভাষায়, ‘দুর্ভাগ্যজনকভাবে’ সরকার সে সময় কোনো পদক্ষেপ নেয়নি।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।