
দেশে দুর্নীতি হ্রাসের কার্যকর উপায় হিসেবে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করার ওপর জোর দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার ৯ ডিসেম্বর দুদকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বাংলাদেশের সমাজ-প্রশাসনের নানা স্তরে দুর্নীতি এখন এমনভাবে ছড়িয়ে গেছে যে তা পুরোপুরি দূর করা দুরুহ হয়ে পড়েছে। তার মতে, জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে পরিবর্তন আনতে অবশ্যই সক্ষম হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে “সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে।”
এ বছরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।’ দিনটি ঘিরে দুদক সারাদিন নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজন করা হয়।
ড. মোমেন বিশ্বাস করেন, ভোটাররা যদি সৎ প্রার্থীকে নির্বাচিত করেন, তবে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমাজব্যবস্থার বিভিন্ন পর্যায়ে দুর্নীতির প্রবণতা স্পষ্টভাবে কমে আসবে।