
অবৈধ মোবাইল ফোন বাজারজাতকরণ বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে সরকারের অবস্থান একটুও নড়ছে না বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আলোচনায় কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। অবৈধ ফোন বন্ধ এবং এনইআইআর চালুর বিষয়ে সরকার অনড় রয়েছে।
তিনি আরও জানান, বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি পুনরায় আলোচনায় বসবে। ওই বৈঠক পর্যন্ত অপেক্ষা করব। এরপর প্রয়োজন হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে সকালে এক অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনে শুল্ক কমানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। নির্দেশনা পাওয়া গেলে এনবিআর তা বাস্তবায়ন করবে, তবে শুল্কছাড় সাময়িকভাবে কার্যকর থাকবে বলে তিনি উল্লেখ করেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে মোবাইল বিজনেস কমিউনিটির ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। তাদের মূল দাবি ছিল- এনইআইআর সিস্টেম সংস্কার এবং হ্যান্ডসেট নিবন্ধন এক বছরের জন্য স্থগিত রাখা।
ব্যবসায়ীরা আরও দাবি জানান, করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেটকে শুল্ক পরিশোধের মাধ্যমে বৈধ করার সুযোগ দিতে হবে এবং বৈধ আমদানিতে বর্তমান ৫৮ শতাংশ শুল্ক উল্লেখযোগ্য হারে কমাতে হবে।