.png)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে তিনি নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হন। তবে এ বৈঠকে ঠিক কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) এই তথ্য কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এর আগে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে অবহিত করেন সিইসি।