
বেগম রোকেয়ার আদর্শকে সামনে রেখে নতুন বাংলাদেশ গঠনে সকলে একযোগে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এ বার্তা দেন।
ড. ইউনূস বলেন, “বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারত, আমরা কেন স্বপ্ন দেখব না? তিনি আমাদের পথ দেখিয়েছেন, আমরা আরও দূরে এগিয়ে নিতে পারি। কিছু করতে না পারলেও স্বপ্ন দেখা তো আমাদের জন্যই অবশ্যম্ভাবী। আজকের প্রযুক্তি যুগে অসম্ভব কিছু নেই, শুধু মন থেকে করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আজকের নারী সমাজ, গণঅভ্যুত্থানের পরের নারী সমাজ, নতুন বাংলাদেশের নারীর চিত্র তুলে ধরছে। তারা কেবল নারীদের নয়, সবার জন্য উদ্দীপনা হয়ে উঠছে। এই চেতনা ধরে রাখাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেক স্থানে, প্রত্যেক জায়গায় এই উত্তেজনা ও চেতনা ছড়িয়ে দিতে হবে, যেন নতুন বাংলাদেশ গড়ে ওঠে।”
প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার দূরদৃষ্টির প্রশংসা করে বলেন, “তিনি যে স্বপ্ন দেখেছেন, তা বিপ্লবী। শত বছর আগে বলেছিলেন—নারী কন্যাদের শিক্ষিত কর যাতে তারা নিজের উপার্জন করতে পারে। আজকের আমরা উদ্যোক্তা হওয়ার কথা বলি, তিনি সেই পথ নির্দেশনা প্রায় একশ বছর আগে দিয়েছিলেন।”
ড. ইউনূস আরও বলেন, “আজ যারা পুরস্কৃত হয়েছেন, তারা শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। এই আয়োজন তাদের সম্মান প্রদর্শনের প্রথম ধাপ। তাদের কাজ, চিন্তাধারা এবং নেতৃত্ব কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস।”
তিনি শেষ করেন, “আমাদের লক্ষ্য বেগম রোকেয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যা কিছু করতে পারি, তা করতে হবে মন থেকে, দৃঢ়তার সঙ্গে।”