
রাজধানী ঢাকার আকাশে শনিবার (১ নভেম্বর) বিকালের দিকে হঠাৎই নেমে আসে বর্ষার ছোঁয়া। মাসের প্রথম দিনে মুষলধারে বৃষ্টি শুরু হয়, রাস্তায় চলাচলকারী গাড়িগুলোর হেডলাইট জ্বলতে দেখা যায়।
আচমকা এই বৃষ্টিতে অফিসফেরত সাধারণ মানুষ বিপাকে পড়েন এবং অনেকেই ভিজে যান। শুধু ঢাকা নয়, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে আজ সকালেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে যেতে পারে।
সর্বশেষ শনিবারের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও সম্ভাবনা রয়েছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।