
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশে যাওয়া এড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয় নতুন নির্দেশনা জারি করেছে।
সাম্প্রতিক এই পরিপত্রে বিদেশ ভ্রমণ সংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। নির্দেশনার কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, “বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্বের নির্দেশনা এবং অর্থ বিভাগের ৮ জুলাইয়ের চিঠিতে বিদেশ সফর সীমিতকরণসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।”
তবে লক্ষ্য করা গেছে, এই নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একযোগে বিদেশ সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসাথে বিদেশ ভ্রমণ করছেন। এমন প্রস্তাবনা প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা পড়ছে, যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থী।
এ পরিস্থিতিতে, পরিপত্রে সব পূর্ববর্তী নির্দেশনার পূর্ণাঙ্গ প্রতিপালন নিশ্চিত করতে এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।