
দুই মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি উদ্যোগ আবারও ভেস্তে যাওয়ার পথে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) থাইল্যান্ড কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালিয়েছে।
সীমান্তে টানটান উত্তেজনা কয়েক সপ্তাহ ধরেই চলছিল। এর মধ্যেই সোমবার সকালে দুই দেশই একে অপরের বিতর্কিত সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার অভিযোগ তোলে।
থাই সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত ও দুইজন আহত হওয়ার পর প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে। তার দাবি, কম্বোডিয়ার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা করা হয়েছে।
থাই মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, চং আন মা পাস এলাকায় কম্বোডিয়ার "অস্ত্র সহায়ক অবস্থানগুলো" টার্গেট করা হয়। কারণ এই স্থানগুলো থেকেই থাইল্যান্ডের আনুপং ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। এতে একজন সেনা প্রাণ হারান এবং দুইজন আহত হন।
থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, স্থানীয় সময় সোমবার ভোর ৩টার দিকে কম্বোডিয়া সীমান্তে হামলা শুরু করে। তবে পাল্টা বিবৃতিতে কম্বোডিয়া বলছে, এর দুই ঘণ্টা পর ভোর ৫টায় থাই বাহিনী প্রথমে তাদের ওপর হামলা চালায়।
কম্বোডিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে থাই বাহিনীর "উসকানিমূলক কর্মকাণ্ডের" কারণেই পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।
গত জুলাইয়ে একই সীমান্তে পাঁচদিন ধরে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘাতে দুই পক্ষের কয়েক ডজন মানুষের মৃত্যু হয় এবং অন্তত দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর পর ট্রাম্প দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতির ব্যবস্থা করেন।
পরে গত অক্টোবরে কুয়ালালামপুরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি আরও এক দফা বাড়ানো হয়। তবে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠায় দুই দেশ নতুন করে সংঘাতে জড়িয়েছে।