
বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল রূপান্তরের পথে নতুন এক দিক উন্মোচিত হলো। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ই-ডেস্ক সিস্টেম চালু করেছে, যা প্রচলিত কাগজভিত্তিক নোটিংয়ের জায়গায় ধাপে ধাপে অনলাইন প্রক্রিয়াকে প্রধান করে তুলবে।
প্রাথমিকভাবে নতুন সিস্টেমটি শুধু প্রধান কার্যালয়ে কার্যকর হবে। তবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ব্যাংকের সকল পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নোটিং সম্পূর্ণভাবে ই-ডেস্কের মাধ্যমে করা হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সিস্টেমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট পরিচালকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, মানবসম্পদ উন্নয়ন বিভাগ-১ (এইচআরডি-১) এবং আইসিটি ডিপার্টমেন্ট যৌথভাবে ই-ডেস্ক সিস্টেমটি তৈরি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর সিস্টেমটির কার্যকর বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত সকল নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।