
দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতি ফেরাতে বাংলাদেশ ব্যাংক আবারও বড় অঙ্কের ডলার কিনেছে। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহে চাপ সৃষ্টি না করে বাজারকে ভারসাম্যে রাখতে মঙ্গলবার ৯ ডিসেম্বর মোট ১৩টি ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়।
সেদিন নিলামে প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা। মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে নির্ধারিত কাট-অফ রেট ছিল ১২২ টাকা ২৯ পয়সা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই নিলাম ব্যবস্থার মাধ্যমে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ২৫১ কোটি ৪০ লাখ ডলার কিনেছে। গত ১৩ জুলাই থেকে ডলার সংগ্রহের এই নিলাম প্রক্রিয়া শুরু হয় এবং সেই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ রিজার্ভ যুক্ত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আজ মঙ্গলবার মাল্টিপল প্রাইস অকশনের মাধ্যমে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন বা ২০ কোটি ২০ লাখ ডলার কেনা হয়েছে। এসময় ডলারের দাম নির্ধারণ হয় প্রতি ডলারে ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত।”