
ঢাকার আদালত সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল অঙ্কের ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় এসব হিসাব থেকে অর্থ সরানোর আশঙ্কা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার ৯ ডিসেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান ৮৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপপরিচালক আখতারুল ইসলাম। শুনানিতে দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন সংস্থার উপপরিচালক আফরোজ হক খান।
যাদের হিসাব জব্দ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ ১ আসনের সাবেক এমপি ও প্রয়াত মন্ত্রী মো. নাসিমের ছেলে তানভির শাকিল জয়, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর এবং জয়ের ঘনিষ্ঠ সহযোগী মীর মোশাররফ হোসেন। মোশাররফ ছিলেন সাবেক মন্ত্রী নাসিমের একান্ত সচিব।
আদালতে দাখিল করা আবেদনে দুদক উল্লেখ করে যে, জয় ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে খোলা ব্যাংক হিসাবগুলোতে বিপুল অঙ্কের লেনদেন হয়েছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান দল কাজ করছে।
তদন্তে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮৬টি হিসাব রয়েছে, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। দুদক জানায়, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবের টাকা স্থানান্তরের চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া হলে তদন্ত ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায় আদালতের কাছে হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।