
জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণ চায় না আওয়ামী লীগ ক্ষমা না চেয়ে ফিরে আসুক। তারা তো জনগণের কাছে এখনও ক্ষমা চায়নি। জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে আপত্তি নেই, বিএনপি ভয় পায় না।
চেয়ারপারসনের সংকটাপন্ন অবস্থায় বিএনপি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নেতৃবৃন্দ সবসময় বলে আসছেন- আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি নির্বাচনের জন্য প্রস্তুতই না হতো, তাহলে বিএনপির সকল প্রার্থীদের মনোনয়ন দেয়া সম্পন্ন হতো না। আমাদের সব মনোনয়ন দেয়া হয়ে গেছে। কাজেই আমরা নির্বাচন করব এবং আমরা দোয়া করি আমাদের নেত্রীও আমাদের সঙ্গে থাকবেন।
তারেক রহমানের দেশে ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে তার চিকিৎসার দেখভাল করবেন। তিনি পুনর্বিবেচনা করবেন কবে দেশে আসবেন। তবে শিগগিরই দেশে আসবেন।
মুশফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তার পক্ষে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজরী প্রমুখ।